
অরিন্দম হরি, বসিরহাট:
বিজেপি করার অপরাধে মেয়ের স্কলারশিপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলেন না তৃনমূল নেতা। এই ঘটনার কথা জানিয়ে হাসনাবাদ থানা ও বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
জানা গেছে হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা অনিন্দিতা ভূঁইয়ার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দেবে ।সেই জন্য পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লা সার্টিফিকেট না দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেন বলে অভিযোগ । এই বিষয়ে অনিন্দিতা ভূঁইয়া জানান তার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দিবে সে কারণেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গিয়েছিলেন পঞ্চায়েতে। কিন্তু বিজেপি করার অপরাধে তাকে সার্টিফিকেট না দিয়ে বের করে দেওয়া হয়। পাশাপাশি আরো বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিয়ে আসার কথাও বলা হয়।
সার্টিফিকেট না পেয়ে অবশেষে হাসনাবাদ থানায় ও হাসনাবাদ বিডিও অফিসে লিখিত অভিযোগ করেছেন অনিন্দিতা ভূঁইয়া ।