
অরিন্দম হরি, বসিরহাট : কুকুরের ভয় আতঙ্কের সৃষ্টি হাসনাবাদের টেংরা , তারাগোপাল গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে । গ্রামবাসীদের নিরাপত্তায় লাঠি হাতে গ্রামের যুবকরা|
ইতিমধ্যেই ২৪ ঘন্টার মধ্যে কুকুরে কামড়েছে ৩০ জনকে । তাদের মধ্যে বেশ কয়েকজন বাচ্চা আছে । কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে আনা হয়েছে । আর এই ঘটনায় রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে হাসনাবাদের টেংরা , তারাগোপাল গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে ।এলাকার যুবকরা দিনরাত লাঠি নিয়ে গ্রামে ঘুরছে গ্রামবাসীদের নিরাপত্তায় ।গ্রামবাসীদের দাবি, প্রশাসন উদ্যোগ নিয়ে কুকুরগুলোকে ধরে নিয়ে যাক । না হলে আরো কত মানুষকে কামড়াবে তার ঠিক নেই ।