
রাজমোহন ঝা ও মানস চৌধুরী, কলকাতা : মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযানে নামলো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানা। বেশকিছুদিন আগে ফুটপাথে অবৈধ দখলদারী নিয়ে কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. তারপর থেকেই রাজ্যজুড়ে তড়িঘড়ি হকার উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে, তীব্র সমালোচনার মুখে পুলিশ প্রশাসনকে এক মাস সময় দিয়েছিলেন মমতা. আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ থাকারই কথা ছিল.
তবে, মঙ্গলবার সকাল থেকেই নাগেরবাজার মোড় থেকে বাঙ্গুর নতুন সিগন্যাল পর্যন্ত রাস্তার ধারে গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়। এবং পাশাপাশি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলি সরিয়ে নেবার কথা বলে পুলিশ কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় ছিল প্রচুর পুলিশ বাহিনী।
অন্যদিকে, হকারদের দাবি, তাঁদের পুনর্বাসন না দিয়ে কোনরকম উচ্ছেদ করা যাবে না. এই অভিযানের জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে জবাব দিতে হবে.
একদিকে যখন রাজ্য প্রশাসন আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে নাগেরবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠছে প্রশ্ন.