
শুভাশিস চট্টোপাধ্যায়, কলকাতাঃ দিকে দিকে হকার উচ্ছেদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে দ্বিতীয় বার পথে নামল লিবারেশনপন্থী শ্রমিক সংগঠন AICCTU, বৃহস্পতিবারের পর সোমবারও মিছিল করে এন্টালি থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব । তার আগে এদিন দুপুর তিনটে নাগাদ পদ্মপুকুরের বিরসুল হাট থেকে এন্টালি থানা পর্যন্ত মিছিল করে এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত হকার ইউনিয়নের কর্মী সমর্থকেরা। এন্টালি থানার আধিকারিকের কাছে দেওয়া হয় ডেপুটেশন। AICCTU-র রাজ্য সম্পাদক, দিবাকর ভট্টাচার্য বলেন বিকল্প ব্যবস্থা না করে তারা তৃণমূল সরকারের হকার উচ্ছেদ নীতির বিরোধী।
এদিন হকার উচ্ছেদের বিরোধী মিছিলে বহু হকার অংশ নেন। হকাররা বলেন পথচারীদের অসুবিধা না করে তারা হকারি করতে চান, রাজ্য সরকার তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দিক। মিছিলে হাটেন কলকাতা হকার্স ফেডারেশনের নেতা অশোক সেনগুপ্ত, খোকন ঘোষ, মহমম্দ রুস্তম সহ একাধিক হকার্স ইউনিয়ন নেতৃত্ব। AICCTU রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য জানান সমস্ত বাম হকার্স ইউনিয়কে নিয়ে আগামী ১১ জুলাই তারা কলকাতা কর্পোরেশনের সদর দফতর অভিযান করবেন। ওদিন মেয়রকে ডেপুটেশন দেবার কথাও আছে বলে সাংবাদিকদের জানান দিবাকর বাবু।