
জয়ন্ত সাহা, আসানসোল : এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু আসানসোলে ! আসানসোলের বি এন আর মোড় থেকে কোর্ট পর্যন্ত রাস্তার ধারে অস্থায়ী দোকানদারদের উঠে যেতে নির্দেশ দিল পুলিশ প্রশাসন। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কোর্টের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুধারে ফুটপাতের ওপর গজিয়ে ওঠা অস্থায়ী দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে দেখা যায় পুলিশকে। এদিন আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে অস্থায়ী দোকানদারদের বক্তব্য, তারা প্রায় দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে এখানে দোকান লাগিয়ে সংসার যাপন করছেন। উচ্ছেদের নির্দেশে এখন তাঁদের মাথায় হাত. কেউ কেউ দাবি করছেন, তাঁদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক.
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে নবান্ন থেকে সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সরকারি জমিতে উচ্ছেদের কাজ। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা.