
অনুপ রায়,হাওড়া:রেল হকারদের উপর আর পি এফ এর জোর জুলুম ও অত্যাচারের প্রতিবাদে বামেদের নেতৃত্বে হকারদের বিক্ষোভ হাওড়ায়। গত সেপ্টেম্বর মাসে হাওড়া স্টেশনে হকারদের ওপরে লাঠিচার্জ করা হয়। পাশাপাশি তাদের পণ্য সামগ্রী আটকে রাখা হয় ।গ্রেফতার ও করা হয় বেশ কয়েকজনকে।তারই প্রতিবাদে হাওড়া ডি আর এম অফিসের সামনে সোমবার বিক্ষোভ দেখান রেল হকাররা।বিক্ষোভকারীদের দাবি গ্রেপ্তার করা হকারদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাজেয়াপ্ত করে রাখা হকারদের সামগ্রী ফেরত দিতে হবে। এছাড়াও সুষ্ঠুভাবে হকারি করারও দাবি করেন তারা।
জাতীয় বাংলা সম্মেলনের আহ্বানে সোমবারের এই বিক্ষোভে সামিল হয়েছিল বেশ কয়েকটি বামপন্থী শ্রমিক সংগঠন। তবে সি এই টি ইউ, আই এন টি ইউ সি, আই এন টি টি ইউ সি সংগঠন এই বিক্ষোভে অংশ গ্রহণ করেনি।