
অমিত কুমার দাস,ওঙ্কার বাংলা শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্যে জামিনের আবেদন মামলার শুনানি হয়। এদিন আদালতে শুনানি চলাকালীন মানিকপুত্র শৌভিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবী।
আদালতে শৌভিকের বিরুদ্ধে ইডির আইনজীবী চাঞ্চল্যকর, শহরের একটি নামী ক্লাবের মাধ্যমে টাকার লেনদেন করতেন মানিকপুত্র শৌভিক। শিক্ষাপ্রতিষ্ঠানেও সরাসরি যোগ রয়েছে শৌভিকের। যদিও ইডির দাবিতে আপত্তি জানিয়েছেন শৌভিকের আইনজীবী। ইডির নথি থেকে পাওয়া এইসব তথ্যে আপত্তি জানিয়ে আদালতে হলফনামা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শৌভিকের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই।
শৌভিকের আইনজীবী আদালতকে জানান, হঠাৎ করে ক্লাব বা শিক্ষাক্ষেত্রে তাঁর জড়িত থাকার অভিযোগ আনছে ইডি তা মনগড়া। মানিকের স্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে শৌভিকের আইনজীবী আরও বলেন, ‘শৌভিকের মাকে আগেই তথ্য প্রমাণের অভাবে জামিন দিয়েছে আদালত। সেই কারণে শৌভিকেও জামিন দেওয়া হয়।’ শুনানির পর মানিকপুত্রের জামিন মঞ্জুর না করলেও হলফনামা দেওয়ার আর্জি মঞ্জুর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, অগাস্ট মাসেই নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার ভট্টাচার্যর জামিন মঞ্জুর করে আদালত। ইডির আপত্তি সত্ত্বেও শতরূপারকে জামিন দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। পাশাপাশি তাঁকে পাসপোর্ট জমা রাখার নির্দেশে দিয়েছে আদালত।