
স্পোর্টস ডেস্ক :ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন জিম্বাবোয়ের অধিনায়ক হিথ স্ট্রিক । মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। গত কয়েকবছর ধরেই ক্যানসারে ভুগছিলেন। ৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি কোলন এবং লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসা করা হচ্ছিল। টেস্ট ক্রিকেটে মোট ২১৬টি উইকেট শিকার করেন। ইতিমধ্যে তিনি ১৬ বার এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন। এবং সাতবার এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছেন।
৫০ ওভারের ফরম্যাটে হিথ স্ট্রিক ২৯.৮২ বোলিং গড়ে মোট ২৩৯টি উইকেট শিকার করেছেন। একদিনের কেরিয়ারে সাতবার এক ইনিংস তিনি ৪ উইকেট শিকার করেছেন। পাশাপাশি একবারই এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে ব্যাট হাতেও তাঁর পারফরম্য়ান্স অব্যাহত ছিল। টেস্ট ক্রিকেটে তিনি ১,৯৯০ রান করেন। অন্যদিকে, একদিনের ক্রিকেটে তিনি, ২৯৪৩ রান করেছেন। টেস্ট ক্রিকেটে স্ট্রিক একটি সেঞ্চুরি এবং ১১টি হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন হিথ স্ট্রিক। ২০০৬ সালে ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার তাঁকে ২ বছরের জন্য অধিনায়ক নিযুক্ত করেছিল। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণে তাঁকে সেই চুক্তি ভঙ্গ করতে হয়। এরপর ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২০২১ সালে তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনে আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও সেটা সত্যি প্রমাণিত হয়নি।