
তামসী রায় প্রধানঃ বাংলার ১৮ জেলার তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। বুধুবার চার জেলায় জারি হল তাপপ্রবাহের লাল সতর্কতা। এই চার জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া। বাকি ১৪ টি জেলায় হলুদ সতর্কতা থাকছে।
তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহ চলছে উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বঙ্গের ১৮ টি জেলায়। কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাভাস, ১৮ জেলায় আরও সাতদিন চলবে তাপপ্রবাহ। বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল চলবে। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। জারি হয়েছে সতর্কতা। চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। শুক্রবার ও শনিবার আরও অস্বস্তি বাড়বে।