
অরূপ পোদ্দার , শিলিগুড়ি:গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন 10 নং জাতীয় সড়ক। বর্ষার জল জমে ক্রমশ ফুলে ফেঁপে উঠছে তিস্তা। বর্তমানে তিস্তার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কের বিরিক দাঁড়া সহ বিভিন্ন জায়গায় । পাশাপাশি পনবুদাঁড়া হয়ে কালিম্পংগামী রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে রাতভর বৃষ্টিতে তিস্তার জলস্তর বাড়ায় আতঙ্ক বাড়ছে ওই এলাকার বাসিন্দাদের। বিপদ সীমার উপরে জল চলে আসায় রাতের ঘুম কেড়েছে তিস্তাপারের বাসিন্দাদের। ফলে এখন রাতভর রাস্তায় বসে দিন কাটাতে হচ্ছে তিস্তা এলাকার বাসিন্দারা।আবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।তাই পূজোর আগে চিন্তায় উত্তরবঙ্গের মানুষ।