
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৌবাজার বোমা বিস্ফোরণ কান্ডের অন্যতম সাজাপ্রাপ্ত বন্দী মহম্মদ খালেদকে জেল থেকে মুক্তি দিতে বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাট্টা ডন রসিদ খানের এই ঘনিষ্ঠ সহযোগী গত ৩১ বছর ধরে জেল বন্দী রয়েছেন। সাজা শেষ হলেও জেল থেকে মুক্তি মেলেনি।
বর্তমানে মেদিনীপুর জেলে থাকা এই বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। প্রসঙ্গত,১৯৯৩ সালের ১৬ মার্চ বৌবাজারে রশিদ খানের মদতে দুটি বাড়িতে বিস্ফোরণ হয়। মারা যায় ৬৯ জন। ওই ঘটনায় শিয়ালদহ আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বিচারপতির মতে, সাজা পেয়ে জেলে নিজেকে সংশোধন করলে তাঁকে সমাজের মূলস্রোতে ফেরার সুযোগ দেওয়া উচিত। এতে যেমন একজন ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা হয় তেমনি জেলে বন্দি থাকা অন্যদের কাছে একটা ভালো বার্তা যায়।