
নিজস্ব প্রতিনিধি: র্যাগিং নিয়ে হাই কোর্টের বিভিন্ন সময়ের দেওয়া একাধিক নির্দেশ কার্যকর করার আর্জি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে র্যাগিংয়ের মামলা দায়ের করেন আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।
আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ অতীতের এক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিতে র্যাগিংয়ের ঘটনায় ১৯৯১ সালে হাই কোর্টের বিচারপতি মুকুল গোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ র্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করে শাস্তিযোগ্য অপরাধ বলে নির্দেশ দিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং দমন করতে আইনজীবী তাপস ভঞ্জকে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছিল আদালত।
পরে ২০০৪ সাল হাই কোর্টের অতিরিক্ত প্রধান বিচারপতি আলতামাস কবীরের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে তিনি জানিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ নাহবে, ততক্ষণ র্যাগিংয় বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তখন এই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন বাম সরকারকে হাই কোর্টের নির্দেশ দিয়েছিল শিক্ষা ক্ষেত্রে এই সমস্ত নেশার জিনিস বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তী সময়ে ফের নতুন করে একই ঘটনা শুরু হয়। এদিনের মামলায় এন্টি র্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন মামলাকারী। সুপ্রিমকোর্টে কেরালার এই সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি আর কে রাঘবন কমিটি র্যাগিং রুখতে কী সুপারিশ করেছিল, এক্ষেত্রেও কার্যকর করার আবেদন জানানো হয়েছে মামলাকারীর তরফে।