
অমিত কুমার দাস : জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ নিরাপদ সর্দার। মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।অভিযোগ, অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ককে। যেদিনের ঘটনার অভিযোগ এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেদিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। বলেও অভিযোগ। চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।প্রসঙ্গত, সন্দেশখালি কান্ডে জরিত থাকার অভিযোগে বাঁশদ্রোনী থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ।এই গ্রেফতারের প্রতিবাদে বাঁশদ্রোনী থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।