
অমিত কুমার দাস : শাহজাহানের প্রতি কোন সমবেদনা নেই মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।৫৬ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ শাহজাহান। সন্দেশখালিকান্ডের মাস্টার মাইন্ড শাহজাহানের গ্রেফতারির পর বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায়। আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এদিন মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আগাম জামিনের আবেদন ২ দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো চারটি আবেদন বিচারাধীন আছে।বুধবার মামলার কথা জানতাম না বলে সওয়াল করেন শেখ শাহজাহানের আইনজীবী । ৪৩ টা মামলাও আছে। – মন্তব্য প্রধান বিচারপতির। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। এই মক্কেলের অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়র রাখতে হবে।- মন্তব্য প্রধান বিচারপতির।এর পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এই ব্যক্তির জন্য আমার কোন সমবেদনা নেই।