
অমিত কুমার দাস,কলকাতা :বুধবার হাইকোর্টে দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। NIA তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার উপর আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের দেওয়া ২ লক্ষ টাকা ক্ষতিপূরণে সন্তুষ্ট নন ওই দুই ছাত্রের পরিবার। তারা ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তাদের আইনজীবীর বক্তব্য, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ২ লক্ষ টাকা যথেষ্ট নয়। যেহেতু ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনও অঙ্ক জানায়নি সিঙ্গল বেঞ্চ। তাই বিষয়টির ফয়সলা করেনি ডিভিশন বেঞ্চ।