
ওঙ্কার ডেস্ক:বেসরকারি বাসের সংখ্যা কমতে চলেছে নতুন বছরে।হাইকোর্টের নির্দেশ ছিল পুরনো বাস বাতিল করার। সেইনির্দেশ অনুযায়ী ১৫ বছরের পুরনো বাস বাতিল করা হবে বলে খবর।২৫০০ বেসরকারি বাস কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় বেসরকারি বাস কমলে সমস্যায় পড়তে হতে পারে নিত্যযাত্রীদের।