
সুনন্দা দত্ত, হুগলি : বুধবার রাজ্য জুড়ে চলছে বাংলা বনধ।উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও হাওড়া চত্বরে। হাতাহাতি লেগে যায় পুলিশ ও ছাত্রদের মধ্যে। সেই ঘটনার প্রতিবাদে বিজেপি ওইদিনই ডাক দেয় বুধবারের ১২ ঘণ্টার বনধের।
সেই মতই সকাল থেকে জায়গায় জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হুগলীর মানকুন্ডু স্টেশনের ঘটনা সবইকে ছাপিয়ে যায়। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মানকুন্ডু স্টেশন চত্বরে। চলে টিয়ার গ্যাস, পুলিশের লাঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনার। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্টেশনে বিক্ষিপ্তভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া একাধিক স্টেশনে। কিন্তু সকালবেলা থেকে বিজেপির নেতাকর্মীরা রেল অবরুদ্ধ করতে এলেও পরবর্তী সময়ে সাধারণ নিত্যযাত্রীরা তাদের বিক্ষোভে সামিল হয়। সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। অবশেষে পুলিশ ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালায় টিয়ার গ্যাস।
চন্দননগর পুলিশ কমিশনার জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাধারনের কাছে অনুরোধ তারা যেন আইন হাতে তুলে না নেয়। পরবর্তী সময় কমিশনারকে পরবর্তী ভদ্রেশ্বর স্টেশনে নজরদারি চালাতে দেখা যায়। এখন সর্বত্র ট্রেন চলাচল স্বাভাবিক।