
সুনন্দা দত্ত, হুগলি : লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার তুঙ্গে উঠছে। বেশ কিছুদিন আগে হুগলির পান্ডুয়াতে প্রচার করতে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সেই পান্ডুয়া বিধানসভার অন্তর্গত বেশ অনেকগুলি পঞ্চায়েতে বাইকে চড়ে প্রচার করতে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। প্রচারের সময় বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল পান্ডুয়া বিধানসভার বিজেপি নেতা কর্মীদেরও। বাইকে চড়ে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে দাঁড়িয়ে জনসংযোগ করতে দেখা গেল প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।