
সুনন্দা দত্ত, হুগলি : গত ২৫ জুলাই রাতে হুগলিতে বিজেপি যুব নেতাকে গ্রেপ্তার করেছিল পোলবা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ অঞ্চলে একটি পুজো চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয় যা পরে মারধর পর্যন্ত গড়ায়। তারপর মহানাদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবব্রত দাসের অনুগামী মানু মালিককে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ। এরপর তৃণমূল কর্মী মানু মালিক বিজেপি নেতা তথা পোলবা অঞ্চলের যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারের নামে পোলবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মানু মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিজিৎ মজুমদারকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। রবিবার অভিজিৎ মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে পোলবা থানায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা.