
সুনন্দা দত্ত, হুগলি : ক্লাসের উপরের অংশ প্রায় ভেঙে পড়ার জোগাড়। যেকোনও মুহূর্তে ছাত্রছাত্রীর মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদের ভঙ্গুর চাঁইয়ের অংশ। সপ্তগ্রাম বিধানসভার সুলতানগাছা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই পরিস্থিতিতে চলছে পঠন পাঠন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, তারা বারংবার সরকারের কাছে এই স্কুলের ভঙ্গুর অবস্থা সম্পর্কে জানিয়েছেন. কিন্তু লাভ হয়নি.
এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের আকনা পঞ্চায়েতে উপপ্রধান নির্মল ঘোষ বলেন, স্কুল কর্তৃপক্ষ এ বিষয় সম্বন্ধে অতীতে অবগত করেনি। এখন আমি বিষয়টি দেখে সত্যিই ব্যথিত। তিনি দ্রুততার সঙ্গে বিধায়ককে বিষয়টি জানাবেন।
স্কুলের এই বেহাল দশায় উদ্বেগে রয়েছেন অভিভাবকরা. কবে সংস্কার হবে স্কুল, সেটাই এখন দেখার.