
সুনন্দা দত্ত:হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।কিন্তু জয়ের পরেও অস্বস্তি তে শাসক দল। শুক্রবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত চারটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা চুঁচুড়া বিধানসভায় শাসক দল হারার জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন বিডিওর কাছে। কিন্তু পদত্যাগ পত্র জমা দেওয়ার পরও অস্বস্তি কমেনি শাসকদলের। এবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোয়ালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা মাজির নাম করে পোস্টার পড়লো খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে। তাতে লেখা ” অসিত মজুমদারের নাম করে তোলাবাজি অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত বেলা মাজিকে বরখাস্ত করতে হবে” । তলায় লেখা আছে” ২ নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস”।তবে কিছুক্ষণের মধ্যে সমস্ত পোস্টার গুলি ছিড়ে ফেলে দেওয়া হয়। তবে এই বিষয়ে দু’নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এইগুলি সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এই পোস্টারিং কোনভাবেই আমাদের দলে কর্মীরা যুক্ত নয়।