
বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নিধিরপোতা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মহাষষ্ঠী উপলক্ষে নিধিরপোতা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র বাড়ুই নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি তালা বন্ধ করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পান । এরপর ভেতরে ঢুকে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে থাকার পাশাপাশি আলমারি ভাঙ্গা অবস্থায় দেখে ঘটনাটি এলাকাবাসীদের জানান। বাড়ি বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ ৪০ হাজার টাকা ছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি পুলিশকে জানানোর পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।