
অনুপ রায়,হাওড়া:রেলের হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার বিকালে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া স্টেশন চত্বর। ট্রেনে হকারি করতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে এদিন হকাররা আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। শনিবার বিভিন্ন জেলা থেকে হকাররা এদিন হাওড়া স্টেশনে জমায়েত হলে সেখানে আরপিএফ তাদের বাধা দেয়। এরপরেই আরপিএফের সঙ্গে হকারদের হাতাহাতি সংঘর্ষ বেধে যায়। এরপর আরপিএফ হকারদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। আন্দোলনকারী হকারদের আরপিএফ হাওড়া স্টেশন থেকে সরিয়ে দেয়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা।