
অনুপ রায়,হাওড়া : বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৫ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। রাতভর চেষ্টার পর শুক্রবার সকাল পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। মোট ১৮টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।
উল্লেখ্য মঙ্গলাহাট এশিয়ার বৃহত্তম জামা কাপড়ের পাইকারি হাট।
হাটের যে অংশটিতে আগুন লেগেছিল তাতে জামা কাপড় বোঝাই ছোট ছোট কাঠামো ছিল।
ফলে খুব দ্রুত এক স্টল থেকে অন্যস্টলে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে ঘটনাস্থল সংলগ্ন আবাসনের কাচও ভেঙে পড়ে বলে জানান এলাকাবাসী।
প্রথমে মঙ্গলাহাটের উল্টোদিকের থানার পুলিশ কর্মীরা আগুন খেয়াল করেন। তারপর পুলিশকর্মীরাই দ্রুত দমকল কে খবর দেন। দমকল কর্মীরা জানিয়েছেন পাশেই গঙ্গা থাকায় আগুন নেভাতে জলের যোগানের কোন অসুবিধা হয়নি।
হাটে আগুন লাগার খবর পেয়ে অনেক দোকানিই রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। যেহেতু পুজোর পাইকারি বাজার কার্যতঃ শুরু হয়ে গেছে ফলে অনেক স্টলেই ঠাসা মালপত্র ছিল। স্টলের মালিকদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই আগুন লাগানোর পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলতে শুরু করেছেন।
হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা শাখা এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য কয়েক দশক আগে একবার আগুন লেগে গোটা মঙ্গলাহাট পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। মঙ্গলাহাট নিয়ে মালিকানার বিবাদ বহু পুরনো।
এর আগে বাম সরকারের আমলে একবার এই হাট অধিগ্ৰহণ করা হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় সেই অধিগ্ৰহণ খারিজ হয়ে যায়।