
অনুপ রায়, হাওড়াঃ বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন বছর ৩৬ এর সুরজ শর্মা।তাঁকে হাওড়া গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে তিনি সুস্থই ছিলেন।কিন্তু সোমবার রাত থেকে তাঁর শরীর খারাপ হতে থাকে।কিছুক্ষণ পরে ঐ যুবককে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বেসরকারি হাসপাতাল চত্বর। বাড়ির লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তা অবরোধ করা হয়।
হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানান, যুবকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি হাওড়া থানার পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।