
অনুপ রায়, হাওড়া : ফের মধুচক্রের হদিস ! এবার হাওড়ায়. হাওড়ার শিবপুরের হোটেলে বড়সড় মধুচক্র ফাঁস করলো পুলিশ. পুলিশের জালে পাঁচ মহিলা সহ ১১ জন।
শুক্রবার দুপুরে শিবপুরের ‘হোটেল কোয়েস্ট’ এ হানা দেয় শিবপুর থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে ১১ জন। কতদিন ধরে এই কারবার চলছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার এদের হাওড়া কোর্টে তোলা হবে।
এ বিষয় স্থানীয়রা জানান, বেশকিছু বছর ধরেই এখানে মধুচক্র চলছে. করোনাকালে সেভাবে না চললেও, কোভিড- পরবর্তীকালে ফের রমরমিয়ে এই অসাধু ব্যবসা চলছে. নবান্নের কাছে এইরকম হাই-সিকিউরিটি জোনে কেন এই ঘটনা, প্রশ্ন স্থানীয়দের.
উল্লেখ্য, বৃহস্পতিবারই মন্দারমণিতে বড়সড় মধুচক্রের খোঁজ পেয়ে হোটেল মালিক সহ ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ. উদ্ধার হয়েছিল ৫ তরুণী. গত মাসেই বাদুড়িয়ায় মধুচক্রের খবর সামনে এসেছিল. একের পর এক মধুচক্রের হদিশে প্রশ্ন উঠছে, তবে কি কোনও বড় চক্র কাজ করছে এর নেপথ্যে ?