
প্রশান্ত দাস, মালদা : বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল. মাধ্যমিকের মতো এবারের উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার. প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন.
এবার তৃতীয় স্থান অধিকার করেছেন মালদা বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৪. মাধ্যমিকে চতুর্থ হয়েছিল সে। কীভাবে প্রস্তুতি নিয়েছিল প্রশ্ন করা হলে, অভিষেক জানায়, দিনে 8 থেকে 9 ঘণ্টা পড়া শোনা করত সে. আগামীদিনে ইঞ্জিনিয়ার হতে চায় অভিষেক. পাশাপাশি, তৃতীয় স্থানাধিকারী জানায়, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক থেকে নিজেকে দূরেই রাখত সে. সেটাই তার সাফল্যের চাবিকাঠি, এমনটাই মনে করে অভিষেক