
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শো কজের জবাব দিয়েও মিলল না রেহাই। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি এবার ভরতপুরের বিধায়ককে তলব করল। মঙ্গলবার কমিটির সামনে তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শো কজের জবাবে হুমায়ুন যে চিঠি দলকে পাঠিয়েছিলেন তাতে সন্তুষ্ট নয় কমিটি। তাই ওই বিধায়ককে ডেকে দলের তরফে কিছু নির্দেশ দেওয়া হবে বলে খবর। তবে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের’ করে দেওয়া সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় বিতর্কিত মন্তব্য করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছিলেন, ‘শুভেন্দুকে ঠুসে দেবেন’, একইসঙ্গে তিনি বলেন, ‘দলের আগে তাঁর ধর্ম’, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে দলীয় বিধায়ককে শো কজ করার নির্দেশ দেন। এরপর তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি ভরতপুরের বিধায়ককে শো কজ চিঠি ধরায়। এক পাতার সেই শো কজ চিঠির জবাবে দু’পাতার চিঠি পাঠান হুমায়ুন। কিন্তু তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সেই জবাবে সন্তুষ্ট নয় কমিটি।
উল্লেখ্য, এর আগেও দু’বার শো কজ করা হয়েছে হুমায়ুনকে। ২০১৫ সালে তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, পর পর তিন বার শো কজ করা হলে কাউকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। মমতার সেই ঘোষণার পর এখনও পর্যন্ত দু’বার শো কজ করা হয়েছে ভরতপুরের বিধায়ককে।