
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বড় সুখ জোড়া পানীয় প্রকল্পের জন্য এলাকার কৃষকদের কাছ থেকে জমি নিয়েছিল সরকার । দেওয়া হয়েছিল প্রকল্পে কাজ দেওয়ার প্রতিশ্রুতি ।কিন্তু বেশ কয়েক বছর কেটে গেলেও কাজ পাননি জমির মালিকরা। এর প্রতিবাদে পানীয় জল প্রকল্পের সামনে হাতে প্লেকার্ড নিয়ে অনশনে বসেছেন জমিদাতারা।তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।