
শুক্রবার সকালে আচমকাই বিকট শব্দে হুড়মুড় করে ভেঙে পড়ল চটকলের ছাদের একটি অংশ। তাতে কয়েক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা। দমকল, বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং পুলিশ শুরু করে উদ্ধারকাজ। ছাদ ধসে বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আশপাশ থেকে লোকজন ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। যদিও কর্তৃপক্ষের কারও দেখা মেলেনি।ঘটনায় মিল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘ়ড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান চটকলে।