
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: চারিদিকে জল , তার মাঝে একটি ভগ্নপ্রায় বাড়ি। বর্ষাকাল আসলেই বেশিরভাগ দিন ওই বাড়িতে যাতায়াতের এক মাত্র রাস্তা হাঁটু অবধি জলে ভর্তি হয়ে যায়। এমনই দুরবস্থা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের ভবানীপুর ২৬ নম্বর আইসিডিএস সেন্টারের । তাই মিড ডে মিল খাবারের জায়গা জলমগ্ন হয়ে যাওয়ার কারণেই বন্ধ হয়ে যায় বেশিরভাগ দিনের মিড ডে মিল।
এছাড়াও বর্ষাকাল এলেই ,স্কুলের জলের সঙ্গে বিষাক্ত পোকা মাকড় ঢুকে যায় । যে কারণে বর্ষাকাল এলেই বন্ধ হয়ে যায় এই আইসিডিএস সেন্টার। এই বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত কে বারে বারে জানিও কোন সুরাহা মেলেনি। এই বিষয়ে ওই আইসিডিএস সেন্টারের দিদিমণি জানায় এলাকার মানুষদের দাবিদাওয়া গুলো মিথ্যা। তবে আইসিডিএস সেন্টারের যাতায়াতের রাস্তা নিয়ে তিনিও একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু কাজ হয়নি।
এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধানের সাফাই তিনি সদ্য ক্ষমতায় এসেছেন কিছুই জানেন না। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন ।
তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।বিজেপি নেতা সুফল ঘাঁটু কটাক্ষ করে বলেন এই সরকার চোরদের সরকার। এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়না ।এই আই সি ডি এস সেন্টারের দুরবস্থার জন্য বঞ্চিত হচ্ছে শিশু সহ অসংখ্য গ্রামবাসী।তাই সরকারি হস্তক্ষেপের দাবি করেছেন গ্রামবাসীরা