
নিলয় ভট্টাচার্য, নদিয়া : ঘর থাকলেও মাথার ওপরে নেই ছাদ। বৃষ্টি এলেই ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে পার্শ্ববর্তী ক্লাবে আশ্রয় নিতে হয়। খাতা পত্র পর্যন্ত রাখার জায়গা নেই। এমনই বেহাল অবস্থা নদিয়ার তেহট্ট ব্লকের নাটনা পূর্ব মাঠ পাড়া আইসিডিএস সেন্টারের। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও জানানো হয়েছে বিষয়টি। আশ্বাস দিলেও সংস্কারের কাজ কেউ করেনি। যেকোনও সময় শিশুদের খাবারে নোংরা পড়তে পারে, ঘটে যেতে পারে বড়সড় বিপদ, আতঙ্কে আইসিডিএস সেন্টারের কর্মী প্রতিমা মন্ডল।
আইসিডিএস সেন্টারের এমন হাল দেখে অভিভাবকরা তাঁদের ছেলেমেয়েদের সেন্টারে পাঠাতে চাইছেন না। কবে টনক নড়বে প্রশাসনের, কবে সংস্কার হবে ভগ্নপ্রায় আইসিডিএস সেন্টারের, সেটাই এখন দেখার