
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করছেন দেশবাসীরা। এই বিশেষ দিনে এক অনন্য নজির গড়লো নগেন্দ্রপুরের গ্রামবাসী ও মুক্তি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায় মুক্তি নামক সংস্থার কর্ণধার শংকর হালদারের উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হল। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর গ্রাম জুড়ে চারা গাছ রোপন করা শুরু হয়। উল্লেখ্য এই নগেন্দ্রপুর গ্রামটি দুর্যোগ কবলিত একটি গ্রাম। আইলা,আমফান এবং ইয়াসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই গ্রামটি, পাশাপাশি প্রায় প্রতিবছর নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় এই বিস্তীর্ণ গ্রামটি। তাই নদী বাঁধের ভাঙ্গন রুখতে এবং এলাকাকে সবুজায়ন করে তুলতে স্বাধীনতা দিবসের দিন এই বিশেষ উদ্যোগ। স্বাধীনতা দিবসের দিন , নেওয়া এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেছেন সমাজের সব মহলের মানুষেরা।