
নিজেস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ বাড়িতে একা থাকার সুযোগে বিশেষভাবে সক্ষম এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত তরণী বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিল বিশেষভাবে সক্ষম কিশোরী। তার পরিবারের সদস্যরা বাইরে কাজ করতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই তাঁরা দেখতে পান ওই কিশোরী কাঁদছে। কিশোরীর শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। সে যে নির্যাতনের শিকার তা বুজতে আসুবিধা হয়নি বাড়ির লোকেদের। কিশোরী ইশারার অভিযুক্ত পাশের বাড়ির দাদুর কথা বাড়িতে জানায়। পরিবারের তরফে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করে। বৃদ্ধের বিরুদ্ধে পকসো মামলা লাগু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।