
জয়ন্ত সাহা, আসানসোল : ২০২৬-এ পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে বিজেপি সরকার বাজেট পেশ করবে এমনটাই দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আসানসোলের এক সাংবাদিক বৈঠকে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে অমিত মালব্য বলেন, “পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার এর সমস্যা রয়েছে, এখানে সিন্ডিকেট রাজ্য চলে। যে কারণে বিনিয়োগ আসছে না”। পাশাপাশি তিনি বলেন, “এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন শিল্প ক্ষেত্রে উন্নয়নের প্ল্যানিং নিয়ে আসবে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারে যা যা সাহায্য দরকার সেইগুলো উপলব্ধ করানো হবে”। তাছাড়াও রাজ্য সরকারের প্রতি তার অভিযোগ বিগত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় চার হাজার কোম্পানি অন্যত্র চলে গিয়েছে সেই বিষয়েও বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের।