
ওঙ্কার ডেস্ক: বড় পর্দায় শুভশ্রী গাঙ্গুলীকে বিনোদিনীর চরিত্রে আনবেন তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, এবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক। রুক্মিনীর পর বিনোদিনীর চরিত্রে শুভশ্রীকে দেখা যাওয়ার কথা প্রকাশ পাওয়ার পর নেট দুনিয়া সহ বিনোদন জগতেও শুরু হয়েছিল জোর তর্জা।
ছবির চিত্রনাট্য লেখা শুরু হয়েছিল ২০১৯ সালে। জানা যাচ্ছে ছবিটির শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ঘিরেই তৈরি করা হবে। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক এই তিন যুগের তিনটি গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। তবে এই বিশেষ ছবিতে কোন কোন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করবেন তা কিন্তু ধোঁয়াশা। ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে দেখা যাবে বিনোদিনী চরিত্রে এবং গিরিশ ঘোষ এর চরিত্রে থাকছেন ব্রাত্য বসু। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্নো মিত্র প্রমুখ। উল্লেখ্য ইন্দ্রনীল এবং পার্নো দুজনেই সৃজিতের সঙ্গে আগেও কাজ করেছেন।
মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। তার বিপরীতে থাকছেন দর্শনা বণিক। দিব্যজ্যোতি টলিপাড়ার চেনা মুখ। ইতিমধ্যেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ এবং ‘এসভিএফ’ এর যৌথ প্রযোজনায় আসছে লহ গৌরাঙ্গের নাম রে। ছবিটি কবে বড় পর্দায় দেখা যাবে তার দিকেই নজর সকলের।