অরূপ পোদ্দার,শিলিগুড়ি :
“ইন্ডিয়া” জোটের জন্য রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করা যাবে না। এনিয়ে কেন্দ্রীয় নেতৃত্বর কাছে দরবার করা হবে। শনিবার কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তব বাগচীর। উল্লেখ্য শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে অল বেঙ্গল কংগ্রেস লইয়ার্স কনফারেন্স।এই সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতা সালমান খুরশিদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী,এবং কৌস্তব বাগচী, শংকর মালাকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে পরস্পর বিরোধী মন্তব্য করতে শোনা গেছে কংগ্রেসের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে। “ইন্ডিয়া”জোট প্রসঙ্গে কেন্দ্রীয় নেতা সলমন খুরশিদ বলেন সংগঠনটি সবে মাত্র তৈরি হয়েছে ,তাই কিছু সমস্যা দেখা দিয়েছে।তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যাবে।তবে এই ইন্ডিয়া জোটে তৃনমূলের উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কৌস্তুভ বাগচী বলেন । এই জোট প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে আমরা প্রতিনিয়ত তৃনমূলের সঙ্গে লড়াই করছি।এমত অবস্থায় এই দলের সঙ্গে কোন সমঝোতা করা সম্ভব নয়।
উল্লেখ্য কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যখন বাংলা সহ দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।তখন কংগ্রেসের আঞ্চলিক নেতারা রাজ্যের রাজনীতি কে উপেক্ষা করে সেই সমঝোতা বার্তায় কতটা সাড়া দেবেন সে বিষয়ে সন্দিহান দেশের রাজনৈতিক মহল।