
বাবলু প্রামাণিক, বারুইপুরঃ আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীর। অভিযোগ, কোচিং ক্লাসের শেষে ওই ছাত্রীকে হেনস্থা করেন শিক্ষক। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।
বারুইপুরে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক শিক্ষককে। অভিযোগ, কোচিং ক্লাসের শেষে ওই ছাত্রীকে হেনস্থা করেন শিক্ষক। বাড়ি ফিরে ছাত্রী বাবা এবং মাকে বিষয়টি জানায়। তার পরেই দায়ের হয় অভিযোগ। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছে অনেক ছাত্রছাত্রীই টিউশন পড়তে যেতেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং হেনস্থার অভিযোগ এনেছিলেন কয়েক জন ছাত্রী। রবিবার যে ছাত্রী অভিযোগ দায়ের করেছে, সে দ্বাদশ শ্রেনীতে পরে। পরীক্ষার প্রস্তুতির জন্য শনিবার রাতে ওই শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সে। অভিযোগ, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তাকে বসিয়ে রাখা হয়। তারপর ছাত্রীর গোপন অঙ্গে হাত দেয় শিক্ষক বলে অভিযোগ তুলেছে ছাত্রী নিজে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস এ প্রসঙ্গে জানান, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সোমবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।