
নিজেস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশ। সব কিছু ঠিকঠাক চললে বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যে পৌছবে পদ্মার রুপোলি শস্য।
‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বৃহস্পতিবার রাতেই, কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের ইলিশ। শুক্রবার থেকেই রাজ্যের খুচরো মাছবাজারে মিলবে পদ্মার ইলিশ।
প্রাথমিক ভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’বলে জানান, সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে কত হতে পারে ওই ইলিশের দর? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা।
প্রসঙ্গত, বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তিকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত। মোট চব্বিশশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশ মাছে ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।