
নিজস্ব প্রতিনিধি, ভদ্রেশ্বরঃ ঘুমন্ত অবস্থায় বৌমাকে কুপিয়ে খুন করল শ্বশুর। এই নারকীয় ঘটনাট ঘটেছে হুগলীর ভদ্রেশ্বরে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় মিত্র পরিবারের বসবাস। শনিবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন পরিবারের পুত্র বধু বছের ২৯’র মিঠু মিত্র। স্বামী নীলাংশু ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে শ্বশুর হিমাংশু মিত্র, ছেলে বৌমার বেডরুমে ঢুকে কাটারি দিয়ে মিঠুর গলায় এলোপাতাড়ি কোপ মারতে থাকে। মিঠুর পাশেই ঘুমিয়ে ছিল তাঁদের দশ বছরের কন্যা সন্তান।
মিঠুর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন মিত্র বাড়িতে। অভিযুক্ত শ্বশুর হিমাংশুকে ধরে ফেলেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় ওই বৌমাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হিমাংশুকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। কী কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।