
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতাঃ আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জের। পদত্যাগ করলেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন, ‘নৈতিক দায়িত্ব’নিয়ে তিনি পদত্যাগ করলেন
অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি করের ছাত্রীর হাসপাতালের মধ্যেই খুন এবং ধর্ষণের ঘটনায় শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের এই পদত্যাগ। উল্লেখ্য এর আগে কলেজের সুপার সঞ্জয় বশিষ্ঠ পদত্যাগ করেন। কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং নাগরিক সমাজ দাবি করছিল সন্দীপ ঘোষ প্রশাসনের মূল দায়িত্বে রয়েছেন। সুতরাং সন্দীপ ঘোষ কে পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সোমবার সকালে সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন। হাসপাতাল সূত্রের খবর এর আগেও সন্দীপ ঘোষের বদলি হয়েছিল। কিন্তু কোন রহস্যজনক কারণে সেই বদলির নির্দেশ শেষ পর্যন্ত কার্যকরী হয়নি।। তিনি আরজি করে স্বপদে বহাল থেকে গিয়েছিলেন।