
সূর্যজ্যোতি পাল, কোচবিহারঃ বাড়ির পাশে বাগানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত পঞ্চম শ্রেণির এক পড়ুয়া। ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। ওই পড়ুয়ার নাম চন্দ্রকুমার মণ্ডল। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা ১ নং ব্লকের হাজরাহাট ১ পঞ্চায়েতের বালাসি এলাকায়। জানা গেছে বাগানে খেলা করার সময় একটি বোতলজাত বোমাকে ঢিল ভেবে ছুঁড়ে দেয় ওই ছাত্রটি। সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায় গুরুতর আহত হয় ওই পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান, এখন সেখানেই তার চিকিৎসা চলছে ।বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।ইতিমধ্যেই মাথাভাঙা থানার আইসি-র নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বোমাটি সেখানে এল এবং কারা এর সাথে জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে।