
নিজস্ব সংবাদদাতা : দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্ক ছাড়ছে না। এবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানালেন, দিঘার জগন্নাথ মন্দিরের নাম যেন “জগন্নাথধাম” না দেওয়া হয়। চিঠিতে এই অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, পুরী জগন্নাথ ধাম শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ওড়িশার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতীক। এই চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, দিঘার মন্দিরকে “জগন্নাথ ধাম” বলা হলে সাধারণ ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং ওড়িশাবাসীর ভাবাবেগে আঘাত লাগতে পারে। মোহন চরণ মাঝি তাঁর চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, রাজ্যের সদ্য নির্মিত দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ সরিয়ে ফেললে ভাল হয়।
সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ভাবে এই মন্দিরকে “জগন্নাথ ধাম” বলে উল্লেখ করা হলে ওড়িশার বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিকে দিঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। এ ব্যাপারে তদন্তেও নেমেছিল ওড়িশা সরকার। তবে দিঘার মন্দিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে ঠিক নয় তা মেনে নিয়েছে ওড়িশা সরকার।
মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভায় মমতার কথা থেকে উঠে আসে এই প্রসঙ্গ। মমতা বলেন, “আমাকে বলেছিল,. আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!”