
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর গোটা জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবারের ঘটনার পর কাশ্মীরে বেশ কয়েক বার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। শুক্রবার ফের একবার জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ হল সেনার। এদিন জম্মুকাশ্মীরের বান্দিপোরা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, এলাকায় জঙ্গিরা রয়েছে গোপন সূত্রে এই খবর পায় সেনা। এর পর নিরাপত্তা বাহিনী বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় ঘেরাও করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার তরফেও পাল্টা জবাব দেওয়া হয়। এই গজটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জওয়ানের। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান চালানোর সময় বাহিনীর জওয়ানদেরকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু পক্ষের সেই গুলিযুদ্ধের সময় গুলি লাগে ঝন্টুর দেহে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঝন্টু ৬ প্যারা এসএফ-এ কাজ করতেন।
এর আগে বুধবারও জম্মুকাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। সেদিন সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। ভারতীয় সেনার তরফে জানানো হয়, জঙ্গিরা উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি নালায় সাধারণ এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।