
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট করে দিতে সাহায্য করতেন ধৃত বিজেপি নেতা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার বারাসাত নবপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় দে নামে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। সূত্রের খবর, ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিতের নাম। অভিযোগ, ইন্দ্রজিৎ জ্যোতির্ময়কে ভারতে আসার পর ভারতীয় ভোটার, আধার, প্যান কার্ড এবং জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। বিষয়টি সম্পর্কে জানতে পেরে বারাসত থেকে বারাসত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময়কে।
জ্যোতির্ময়কে জিজ্ঞাসাবাদের পর ইন্দ্রজিৎকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বারাসত আদালতে তোলা হলে বিচারক ইন্দ্রজিতের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, ইন্দ্রজিৎ দে গত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বারাসত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন।