
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই বছরে ১৩৯ জন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। যাঁদের মধ্যে ১১৩ জন পদ্মশ্রী, ১৯ জন পদ্মভূষণ এবং সাতজন পদ্মবিভূষণ পাচ্ছেন। বাংলা থেকে এবার মোট ন’জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের ঢাক বাদক গোকুল চন্দ্র দাস।
বছর ৫৭ এর গোকুল বাবুর একদম ছোট থেকেই ঢাকে হাতে খড়ি হয়েছে। ইতিমধ্যেই দেশ তো বটেই বিদেশেও বেশ কয়েক জায়গায় ঢাক বাজিয়ে সুনাম অর্জন করেছেন গোকুলবাবু। যখন পদ্মশ্রী অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় , তখন বিশেষ কাজে তিনি দিল্লিতে ছিলেন । সেখান থেকেই তার পরিবার ও অনুরাগীদের ভিডিও বার্তা পাঠান তিনি । গোকুল বাবুর সাফল্যে খুশি মছলন্দপুর সহ রাজ্যের বাসিন্দারা