
সন্তোষ কুমার মণ্ডল, ওঙ্কার বাংলা: দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি কারখানায় দুই শ্রমিকের রহস্যমৃত্যু। বন্ধ কারখানার ভিতর থেকে উদ্ধার হল দুজনেরই মৃতদেহ। রবিবার শ্রমিক আবাসনের দরজা ভেঙে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা। ওঁরা দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, চলতি মাসের আট তারিখ থেকে বন্ধ ছিল ওই কারখানা। শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানাতে থাকতেন। এদিন সকালে এই দুই শ্রমিককে ডাকাডাকি করা হয়। কোনও সাড়াশব্দ না পেয়ে এরপর দরজা ভেঙে ফেলা হয়। এরপর ঘরের ভিতরই দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃতদেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। কী কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
ভিডিও দেখুন-