
ওঙ্কার ডেস্ক: দূরত্ব আগেই বেড়েছিল, এবার কাছাকাছি দেখা গেল দুই দেশের প্রধানকে। ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পাশাপাশি বসে নৈশভোজ সারলেন। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় বলে খবর। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে গিয়েছেন মোদী এবং ইউনুস।
সূত্রের খবর, ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত গত বছর আগস্ট মাসে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে ঢাকার তিক্ততা এবং দূরত্ব বেড়েছে।
মূলত সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় নয়াদিল্লির তরফে মুখ খোলায় অস্বস্তি বেড়েছে ঢাকার। শুধু তাই নয় বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ইতিমধ্যে ঢাকার তরফে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি। দুই দেশের সম্পর্কের এমন টানাপোড়েনের আবহে বৈঠকে বসতে চলেছেন মোদী এবং ইউনুস। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।