
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছিল। কথাছিল আজ শুক্রবার সকাল আটটা থেকে সমস্ত ডাক্তাররা কর্মবিরতিতে যাবেন, কিন্তু সেই কর্মবিরতি বর্তমানে প্রত্যাহার করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে।
উল্লেখ্য স্যালাইন কাণ্ডে প্রসূতি ও সদ্যজাত মৃত্যুর সম্পূর্ণ দায় কর্তব্যরত চিকিৎসকদের কাঁধেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সাসপেন্ড করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত, আরএমও-সহ মোট ১২-জন সিনিয়র ও জুনিয়র চিকিৎসককে। কয়েকঘণ্টার মধ্যেই হাসপাতালের দায়িত্ব স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যালের ইন্দ্রনীল সেনের কাঁধে। জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই সুর চড়িয়েছিলেন আর জি করের আন্দোলনকারীরা। এরপরই শুক্রবার সকাল থেকে মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দেন। সেই কর্মবিরতিই প্রত্যাহার করা হয় শুক্রবার সকালে।
ডাক্তাররা জানিয়েছেন, রুগির স্বার্থে আমরা আংশিক কর্মবিরতি করছি পূর্ণ কর্মবিরতিতে করছিনা। কর্মবিরতি আমরা প্রত্যাহার করেছি , আমাদের কলকাতা থেকে টিম আসছে। আমরা প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে মিটিং করব পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে জানাবো”।