
ওঙ্কার ডেস্ক : ভারতে গা ঢাকা দিয়ে থাকা তাদের সদস্যদের সতর্ক করে দিয়েছে দুই পাক জঙ্গি সংগঠন জয়েশ ও লস্কর। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারত প্রত্যাঘাত শুরু করলে তারা যেন ভারতের মাটিতে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে। এভাবেই পহেলগাঁও কাণ্ডের পর ভারতের যুদ্ধ তৎপরতা দেখে অতি সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদ। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের চর সংস্থা আইএসআইয়ের পরামর্শমতো কাজ চালানোরও নির্দেশ এসেছে। একইসঙ্গে ভারতে চুপ করে বসে থেকে সেখান থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রয়োজন অনুসারে তথ্য ও খবরাখবর জোগানোর হুকুম দিয়েছে লস্কর-জয়েশের শীর্ষ নেতৃত্ব।
দেশের শীর্ষ গোয়েন্দা সূত্র এই খবর জানিয়ে বলেছে, জয়েশ ও লস্কর দুই জঙ্গি সংগঠনই এদেশে লুকিয়ে থাকা সদস্যদের যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ভারত কোনও চরম পদক্ষেপ করলে দেশের ভিতরে হামলা চালানোর জন্য তৈরি থাকতে বলেছে তাদের ওপারের ‘ভাইজান’রা।
বিশেষ করে ভারতের পিরপঞ্জাল পর্বতশ্রেণির কাছাকাছি যে সব জঙ্গি লুকিয়ে রয়েছে, তাদের জন্য ওপার থেকে লস্কর-জয়েশের নেতৃত্ব বিশেষ নির্দেশ দিয়েছে। তাদের বলা হয়েছে, যুদ্ধ হলে নাশকতার মাধ্যমে পণ্য ও সেনা পরিবহণের সমস্ত হাইওয়ে যে কোনও পদ্ধতিতে বানচাল করে দিতে হবে। যাতে সীমান্তের দিকে ভারতীয় পদাতিক সেনা, খাদ্য, ওষুধ ও যুদ্ধাস্ত্র সরবরাহ বিঘ্নিত হয়ে যায়।
গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, জম্মু-কাশ্মীরে যেভাবে একের পর এক জঙ্গিদের গোপন ঘাঁটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে, সেভাবেই বদলা হিসেবে কাশ্মীরে নিরাপত্তা আধিকারিকদের বাড়ি উড়িয়ে দিতে হবে। এমনকী জঙ্গিদের নিজস্ব কায়দায় হামলা চালিয়ে যাওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে সংগঠনগুলি। সে কারণে সন্দেহ করা হচ্ছে, ভারতের প্রত্যাঘাতের আগেই জঙ্গিরা ফের হামলা চালানোর চেষ্টা করছে।